আইফোন ১৫— এ ফাস্ট চার্জিংয়ে লাগবে অ্যাপলের নিজস্ব কেবল 

আইফোন ১৪ সিরিজের সর্বোচ্চ চার্জিং স্পিড ছিল ২০ ওয়াট। এবার আইফোন ১৫ এ ফাস্ট চার্জিংয়ের সুবিধা নিয়ে আসছে অ্যাপল। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৫— এ থাকবে ২৭ ওয়াটে চার্জিংয়ের সুবিধা। তবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেতে হলে একমাত্র অ্যাপল সার্টিফায়েড ইউএসবি-সি কেবলই কিনতে হবে ব্যবহারকারীদের। 

বিস্তারিতঃ আইফোন ১৫— এ ফাস্ট চার্জিংয়ে লাগবে অ্যাপলের নিজস্ব কেবল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *