ভারতীয় বহুজাতিক সংস্থা টাটা গ্রুপ দেশটিতে অবস্থিত উইস্ট্রন আইফোন ম্যানুফ্যাকচারিং কারখানাটি অধিগ্রহণ করতে যাচ্ছে। সূত্র বলছে, অধিগ্রহণের কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। বলা যায়, সংস্থা দুটির মধ্যে চুক্তি সইয়ের সব ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
আনুষ্ঠানিকভাবে ৫ হাজার কোটি রূপির বেশি মূল্যের চুক্তিটি এপ্রিল মাসের শেষ নাগাদ সই হবে। কর্ণাটকে অবস্থিত কারখানাটি বর্তমানে আইফোন-১৪ আর আইফোন-১২ মডেল তৈরিতে কাজ করছে। তা ছাড়া এই হাবে মোট আটটি অ্যাসেম্বলি লাইন সচল আছে।
বিস্তারিত পড়ুনঃ আইফোন তৈরি করবে টাটা গ্রুপ