সম্প্রতি নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইওএসের নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘আইওএস ১৭’ নামের নতুন এ অপারেটিং সিস্টেমে স্ট্যান্ডবাই সুবিধা থাকায় আইফোনের পর্দাকে সহজেই স্মার্ট হোম ডিসপ্লেতে পরিণত করা যায়। রয়েছে লাইভ ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনসহ চেকইন, নেম ড্রপসহ বিভিন্ন সুবিধা। আর তাই বাজারে আসার আগেই আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে আগ্রহী অনেকে। কিন্তু পরীক্ষামূলক সংস্করণটি নামানোর পর বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আইফোন ব্যবহারকারীদের।
বিস্তারিত পড়ুনঃ আইফোনে আইওএসের এই সংস্করণ ব্যবহার করলেই বিপদ