আইফোন এক সময় জাদুকরী এক ডিভাইস ছিল। সন্দেহ নেই, এখনও এটি জনপ্রিয় ফোন – তবে সেই সোনালী দিন সম্ভবত ফুরিয়েছে।
অনেকেই আইফোনের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছেন। আমরা আইফোনের বেশ কিছু স্বর্ণোজ্জ্বল মুহূর্ত দেখেছি, আমরা এর জোয়ার শেষে কয়েকবার ভাটার সময়ও দেখেছি। এমন কথাও শুনেছি যে, অন্যান্য কোম্পানি বাজারে অ্যাপলের প্রভাবে ভাগ বসাবে। ওয়্যারএবল, এআর বা ভিআর বা এক্সআর বা অন্য কোনো নতুন প্রযুক্তি এসে বাজার ভাসিয়ে দেবে। – এভাবেই আইফোন সম্পর্কে নিজেদের অনুমান প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
বিস্তারিত পড়ুনঃ আইফোনের স্বর্ণালী অধ্যায় কি ফুরিয়ে যাচ্ছে?