দুঃসহ এই গরম আর বারবার লোডশেডিংয়ের চক্রে পড়ে মানুষজন এখন ইলেকট্রনিক্সের দোকানে ছুটছে। দ্রব্যমূল্য বৃদ্ধি সত্ত্বেও বাসস্থান বা অফিসে ঝুটঝামেলাবিহীন জীবনযাপনের জন্য অনেকেই এখন আইপিএস ও ইউপিএস কিনছেন।
তবে এই তাড়াহুড়োতে অনেকে বিক্রেতার মিষ্টি কথায় গলে ভুল পণ্যটি কিনে বসেন। তাই আইপিএস ও ইউপিএস কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখা ভালো, তা নিয়েই এই লেখাটি।
বিস্তারিত পড়ুনঃ আইপিএস ও ইউপিএস কেনার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন