দাবদাহে চারদিক পুড়ছে। গরমে স্কুলেও চলছে ছুটি। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে কাহিল হয়ে পড়ছেন সব বয়সের মানুষ। বাড়ি ফিরে যে একটু শান্তি করে বসবেন, সেই উপায়ও অনেক সময় থাকে না। তাই যাঁদের একটু সামর্থ্য আছে, তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে কিনে ফেলেন ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা আইপিএস। সামর্থ্যের বাইরে গিয়েও এখন আইপিএস কেনার দিকে ঝুঁকছেন কেউ কেউ। একটি আইপিএস সেটের কেমন দাম, চলুন জেনে নিই। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পণ্য ব্যবস্থাপক রিফাত নূর চৌধুরী বলেন, গরমের সময় আইপিএসের চাহিদা এমনিতেই বাড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা কয়েক গুণ বেড়েছে। কার্যক্ষমতার ওপর নির্ভর করে ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকায় আইপিএস কিনতে পাওয়া যায়।
বিস্তারিত পড়ুনঃ আইপিএসের দাম এখন কেমন?