আইনি ও সামাজিক নীতিমালা দরকার এআই’র জন্য: এনভিডিয়া প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান খাতে বিভিন্ন শক্তিশালী টুল তৈরি হতে পারে, যা চালানোর জন্য আইনি ও সামাজিক নীতিমালার প্রয়োজন পড়বে। এমনই দাবি করেছেন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অন্যতম পরিচিত নাম হুয়াং। কারণ, এই খাতে ব্যাপকভাবে এনভিডিয়ার চিপ ব্যবহৃত হয়। এর মধ্যে মাইক্রোসফটের একটি সুপার কম্পিউটারও আছে, যা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপ ‘ওপেনএআই’র জন্য। গেল সোমবার কোম্পানিটির পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগের কথাও বলেছে মাইক্রোসফট।

বিস্তারিত পড়ুন: আইনি ও সামাজিক নীতিমালা দরকার এআই’র জন্য: এনভিডিয়া প্রধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *