আগামী বাজেটে ইন্টারনেট সংযোগদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তি সেবা খাতের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সহযোগী হিসেবে ইন্টারনেট–সেবা সংশ্লিষ্ট যন্ত্রপাতির আমদানি শুল্ক প্রত্যাহার করার দাবিও জানিয়েছে তারা।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে দেশের আইসিটি খাতের প্রত্যাশা নিয়ে ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্বে আজ থাকছে বাজেটে আইএসপিএবির প্রত্যাশার কথা। লিখেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক।
বিস্তারিত পড়ুনঃ আইএসপিকে তথ্যপ্রযুক্তি সেবা খাতে অন্তর্ভুক্ত করা হোক