অ্যামাজনের বাজেট প্রিন্টার

আপনার কাজ আরও সহজ করে দিতে যে ২টি বাজেট প্রিন্টারের কথা না বললেই নয়। Canon PIXMA MG3620 একটি সাধারণ অল-ইন-ওয়ান ইঙ্কজেট প্রিন্টার। প্রিন্টারটিতে লেটার-সাইজ প্লেইন কাগজ অথবা 4”x6” (১০ x ১৫ সেমি) ফটো পেপার ব্যবহার করতে পারবেন। যারা মাঝে মাঝে প্রিন্ট করেন তাদের জন্য ডিজাইন করা। প্রিন্টারটি ভালো মানের রঙিন এবং সাদা-কালো প্রিন্ট করে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। তবে অনেকের কাছে মনে হতে পারে এর কালি দ্রুত ফুরিয়ে যায়, তাই আপনাকে প্রায়শই কার্টিজগুলো প্রতিস্থাপন করতে হবে। সেটা যদিও বেশি খরচের সমস্যা নয়, কারণ রঙের কার্তুজগুলো মোটামুটি সস্তা হয়।

বিস্তারিত পড়ুন: অ্যামাজনের বাজেট প্রিন্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *