রাইড-হেইলিং পরিষেবা উবার এবার নতুন করে সাজিয়েছে তারদের অ্যাপটিকে। এখন অ্যাপ না খুলে ফণের হোমস্ক্রিন থেকেই রাউডের সব খবর পাবেন। ওয়ান-স্টপ শপ নামের একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। যার মাধ্যমে হোমস্ক্রিন থেকেই আপনি রাইড বুক করতে পারবেন।
বিস্তারিত পড়ুনঃ অ্যাপ না খুলে হোমস্ক্রিনেই উবারের সব খবর পাবেন