অ্যাপলের নতুন হেডসেট ব্যয়বহুল, ‘যাদুকরী নয়’ ও মেটার ভবিষ্যত পরিকল্পনার সঙ্গে একেবারেই যায় না- এমনই মূল্যায়ন মেটা সিইও মার্ক জাকারবার্গের।
এই সপ্তাহে অ্যাপ নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’-এ অগমেন্টেড রিয়ালিটির সুবিধা থাকা ‘ভিশন ওয়ান’ হেডসেটটি উন্মোচন করে অ্যাপল।
বিস্তারিত পড়ুনঃ অ্যাপল হেডসেট ব্যক্তিকেন্দ্রিক, দামী, অসামাজিক: জাকারবার্গ