নিজেদের নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট ‘কোয়েস্ট ৩’ উন্মোচন করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা। কিছুদিন পরই অ্যাপলের বহুল প্রতীক্ষিত হেডসেট৬ আসার কথা রয়েছে। তার আগেই নতুন পণ্যের ঘোষণা দিল এরইমধ্যে এই সেক্টরে প্রভাবশালী মেটা।
গেল বৃহস্পতিবার নতুন এই হেডসেটের প্রথম ঝলক দেখান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই খাতে নিজেদের আধিপত্য ধরে রাখার পাশাপাশি অ্যাপলের ‘এই বাজারকে নতুন আকার দেওয়ার প্রস্তুতিকে’-এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
বিস্তারিত পড়ুনঃ অ্যাপলের আগেই নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট দেখাল মেটা