৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে শুরু হবে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন। বাজার-বিশ্লেষকদের ধারণা, এ সম্মেলনে নিজেদের তৈরি অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির হেডসেট বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। অ্যাপলের সম্মেলন শুরুর আগে হঠাৎ করে ইনস্টাগ্রামে নিজেদের তৈরি ‘কুইস্ট থ্রি’ মডেলের মিক্সড রিয়েলিটি হেডসেটের ছবি পোস্ট করেছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। মেটার তৈরি এ হেডসেটকে উচ্চ রেজল্যুশনের প্রথম হেডসেট হিসেবে দাবি করেছেন তিনি।
বিস্তারিত পড়ুনঃ অ্যাপলকে টেক্কা দিতে নতুন হেডসেট আনছে মেটা