মার্চের শুরুতে অ্যান্ড্রয়েড ১৪ এর প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশ করেছে অভিজ্ঞ সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল। এর কোডনেম হলো UpSideDownCake, এবং ওএসের নতুন সংস্করণে অনেক নতুন বৈশিষ্ট্য এবং পরিবর্তন আসবে। এটি আরো ভালো ব্যাটারি লাইফ, শক্তিশালী সুরক্ষা বৈশিষ্ট্য, বড় স্ক্রিন ডিভাইসগুলোর জন্য সমর্থন এবং অন্যান্য দুর্দান্ত বৈশিষ্ট্যগুলো পাবে।
আপনি যদি মেমরি বাড়ানোর জন্য স্পিড বুস্টার অ্যাপগুলো ব্যবহার করেন, তাহলে আপনি সেগুলো নতুন ওএসে ব্যবহার করতে পারবেন না।
বিস্তারিত পড়ুনঃ অ্যান্ড্রয়েড ১৪ এ চলবে না যে অ্যাপগুলো, পরিকল্পনা গুগলের