মোটরসাইকেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রেকিং সিস্টেম। বর্তমানে দুটি ব্রেকিং সিস্টেম বাইকে ইনস্টল করা হয়। যার একটি হচ্ছে সিবিএস, অন্যটি এবিএস। এবিএস বলতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমকে (ABS) বোঝানো হয়। এই সিস্টেমটি ব্রেকিং এর সময় চাকা লক হতে দেয় না। এমনকি চাকা স্কিড করা থেকেও সুরক্ষা দেয়।
বিস্তারিত পড়ুনঃ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যেভাবে কাজ করে