অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকে সাইবার হামলা

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ) ইন্দোনেশিয়ান শাখায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ইন্দোনেশিয়ান শাখা পিটি ব্যাংক কমনওয়েলথ (পিটিবিসি) এ হামলা হয়েছে। ঘটনাটি প্রকল্প পরিচালনায় ব্যবহৃত একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার অ্যাপ্লিকেশনের অননুমোদিত অ্যাকসেসের সঙ্গে জড়িত। তবে সিবিএ জানিয়েছে, শাখাটির পরিষেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। দেশটিতে কয়েক মাসে কমপক্ষে আটটি কোম্পানি সাইবার হামলার তথ্য জানিয়েছে। এর মধ্যে স্বাস্থ্য বীমা সংস্থা মেডিব্যাংক প্রাইভেট ও অপটাস উল্লেখযোগ্য।

সূত্রঃ রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *