মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, এই সার্চ ইঞ্জিন জায়ান্টের প্রতিযোগিতা বিরোধী কার্যক্রমে ‘বিজ্ঞাপনী প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীরা ধ্বংস না হলেও, দুর্বল হয়ে পড়েছে’।
বিবিসি’র প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে ‘খোড়া যুক্তি নিয়ে বাড়াবাড়ির’ অভিযোগ তুলেছে গুগল।
গুগল বলছে, মামলাটি একটি প্রতিযোগিতামূলক বাজারে ‘বিজয়ী ও পরাজিত দল বাছাইয়ের’ চেষ্টা করেছে।
গুগলের কোটি কোটি ডলার আয়ের সিংহভাগই আসে অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে।
বাজার বিশ্লেষক কোম্পানি ‘ইনসাইডার ইন্টেলিজেন্সের’ তথ্য অনুযায়ী, গুগল এই খাতের শীর্ষ খেলোয়াড় হলেও ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজারে কোম্পানির বিজ্ঞাপনী আয় কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক আট শতাংশ। ২০১৬ সালেও এটি ছিল ৩৬ দশমিক সাত শতাংশ।
বিস্তারিত পড়ুন: অভিযোগ: বাজার থেকে প্রতিদ্বন্দ্বী তাড়ায় গুগল