গুগলের ফোন নিয়ে কদিন ধরে ব্যাটারি ড্রেইনের ইস্যুটা অনেক বড় ছিল। কোনো কারণ ছাড়াই এত ব্যাটারি চলে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু গুগল সম্প্রতি জানিয়েছে সফটওয়ারের কারণে এই সমস্যা হয়েছিল। তারা এই সমস্যাটি ঠিক করেছে বলে জানিয়েছে।
মূলত গুগলের ব্যাকঅ্যান্ডের একটি অ্যাপের কারণে এই সমস্যাটি হয়েছিল। যখনই সমস্যাটি শনাক্ত করেছে তারা তখনই এটি সলভ করা হয়েছে। আর নতুন এই সলভ আসার পর গুগলে কোনো আপডেট দিতে হবে৷ সে নাহয় হলো, সমস্যার সমাধান হলেও আপনার ফোনের ব্যাটারি পাওয়ার অপশনটিতে চোখ বুলাতে বলা হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ অবশেষে ব্যাটারি ড্রেইন ইস্যুর কারণ খুঁজে পেলো গুগলে পিক্সেল