সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রাম বর্তমানে অনলাইন শপিং স্ক্যামের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।এতে যুক্তরাজ্যের ভোক্তারা প্রতি ৭ মিনিটে ভুক্তভোগীতে পরিণত হচ্ছেন। সম্প্রতি লয়েডস ব্যাংকিং গ্রুপ পরিচালিত এক জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে। খবর টেকটাইমস।
জালিয়াতি বা অনলাইন স্ক্যামের দুই-তৃতীয়াংশই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত হয় বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে। লয়েডসের জরিপ থেকে একটি বিষয়ের চিত্র স্পষ্ট। সেটি হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে অনলাইন কেনাকাটাসংক্রান্ত যে স্ক্যাম পরিচালনা করা হয় সেখানে প্রতি ৭ মিনিটে একজন ভুক্তভোগী হন। আর এর মাধ্যমে প্রতি সপ্তাহে ৫০ লাখ ইউরোর বেশি ব্যয় হয়।
বিস্তারিত পড়ুনঃ অনলাইন শপিং স্ক্যাম সামাজিক মাধ্যমেই ভুক্তভোগীর সংখ্যা বেশি