সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা এবং অনুষ্ঠানের ভিডিও অনলাইনে বিনা মূল্যে দেখানোর প্রলোভনে ক্রোম ব্রাউজারে সাইবার হামলা চালাচ্ছে একদল অপরাধী। এ জন্য প্রথমে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সিনেমা ও ভিডিও দেখার পাশাপাশি সেগুলো নামানোর প্রলোভন দেখায় তারা। ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলেই ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে ক্ষতিকর এক্সটেনশন যুক্ত হয়ে যায়। এরপর অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপনে ক্লিক করতে বাধ্য করানোর পাশাপাশি যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে থাকে সাইবার অপরাধীরা।
বিস্তারিত পড়ুনঃ অনলাইনে সিনেমা দেখানোর প্রলোভনে ক্রোম ব্রাউজারে সাইবার হামলা