অনলাইনে প্রেমের ফাঁদে অর্থ খোয়ানোদের অর্ধেকই পঞ্চাশোর্ধ

প্রতারণার শিকার ২৬ শতাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। আর ৩৬ থেকে ৫০ বছর বয়সীর বেলায় সেটি ২৬ শতাংশ। 

ব্রিটিশ ব্যাংকিং কোম্পানি ‘টিএসবি’র গবেষণায় উঠে এসেছে, স্ক্যামাররা আর্থিক সহায়তা চাওয়ার আগে বিভিন্ন ডেটিং সাইট ও সামাজিক মাধ্যমে নকল প্রোফাইল তৈরি করে। এরপর এরা এমন লোকজনের বিশ্বাস অর্জনের চেষ্টা করে যারা নিঃসঙ্গ বা কারও সঙ্গে সম্পর্ক তৈরিতে আগ্রহী।

নিজেদের গ্রাহকদের ওপর চালানো টিএসবি’র গবেষণায় উঠে এসেছে, কোনো প্রেম প্রতারকের কাছে শিকারের প্রথম ও সর্বশেষ আর্থিক লেনদেনের গড় সময় ৫৩ দিন।

ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, প্রেমঘটিত জালিয়াতির বেলায় একাধিকবার আর্থিক লেনদেন একটি সাধারণ বিষয়।

সংখ্যার হিসাবে টিএসবি’র কাছে অভিযোগ আসা প্রেম সংশ্লিষ্ট প্রতারণার শিকার ২৬ শতাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। আর ৩৬ থেকে ৫০ বছর বয়সীর বেলায় সেটি ২৬ শতাংশ, ৫১ থেকে ৬৫ বছর বয়সীদের বেলায় ২৫ শতাংশ ও ৬৫-উর্ধ্ব ব্যক্তির বেলায় ২২ শতাংশ।

বিস্তারিত পড়ুন: অনলাইনে প্রেমের ফাঁদে অর্থ খোয়ানোদের অর্ধেকই পঞ্চাশোর্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *