অনলাইনে দেখা যাবে গুগল আই/ও সম্মেলন

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০২৩ আজ অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্পিথিয়েটারে। এই ইভেন্টে পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো, অ্যানড্রয়েড ১৪, গুগল পিক্সেল ৭এ, পিক্সেল ফোল্ড সম্পর্কে ঘোষণা দেবে গুগল। সরাসরি এতে খুব কম মানুষই অংশ নেবে। গুগল চাচ্ছে বেশির ভাগ দর্শক অনলাইনেই অনুষ্ঠানটি দেখুক। অনলাইনে অনুষ্ঠানটি দেখতে গুগল অ্যাকাউন্ট দিয়ে https://io.google/2023/ ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। তবে শুধু মূল অংশগুলো দেখতে চাইলে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ইউটিউবেই দেখা যাবে। চার ভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আওতায় মোবাইল, ওয়েব, এআই ও ক্লাউড প্রযুক্তি নিয়ে কথা বলবে গুগল। গুগল ওয়ার্কস্পেসের পণ্যে এআই যুক্ত করার বিষয়ে ঘোষণা দিতে পারে গুগল। চ্যাটবট গুগল বার্ডের অগ্রগতি নিয়ে মিলবে বিস্তারিত তথ্য। উল্লেখ্য, তিন দিনের বদলে এবার এক দিনের জন্য এই সম্মেলনের আয়োজন করেছে গুগল। আজ রাত ১০টায় শুরু হবে গুগল আই/ও ২০২৩।

 সূত্র : লাইভ মিন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *