অতিপ্রাকৃতিক শক্তির বিরুদ্ধে টিকে থাকার লড়াই

অতিপ্রাকৃতিক অপশক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার কাহিনি নিয়ে একাধিক হিট অ্যাকশন-আরপিজি গেম তৈরি করে এর টিম নিনজা গেমারদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। তাদের সর্বশেষ গেম উ-লং : ফলেন ডাইনেস্টিও প্রকাশের শুরু থেকেই ফ্যানদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। সবাই বলছেন, তাদের আগের গেম নিওহ আর ফ্রমসফটওয়্যারের গেম সেকিরোর মিশ্রণে তৈরি করা হয়েছে উ-লং : ফলেন ডাইনেস্টি। সঙ্গে ব্লিজার্ডের ডিয়াব্লো-২-এর কিছু গন্ধও তাঁরা খুঁজে পেয়েছেন। যাঁরা নিওহ অতিরিক্ত জটিল হওয়ায় খেলা বাদ দিয়েছিলেন, তাঁরা উ-লং : ফলেন ডাইনেস্টি দিয়ে টিম নিনজার গেমগুলো খেলা শুরু করতে পারেন।

বিস্তারিত পড়ুনঃ অতিপ্রাকৃতিক শক্তির বিরুদ্ধে টিকে থাকার লড়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *