অটোরিকশার চেয়েও ছোট আকারের ইলেকট্রিক কার বাজারে এলো। এই গাড়ি এনেছে ফ্রান্সের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিট্রয়েন। মডেল মাই অ্যামি বুগি।
এই ছোট আকারের ইলেকট্রিক গাড়ি যে কেউ সামলাতে পারবে। এর মেইটেনেন্স খরচও কম। লিমিটেড এডিশনে এই গাড়ি বাজারে এসেছে।
বিস্তারিত পড়ুনঃ অটোরিকশার চেয়েও ছোট এই ইলেকট্রিক কার