টাটা গাড়ির গ্রাহকদের জন্য নিটল মটরস নিয়ে এলো নতুন সেবা- প্রিপেইড ভিসা কার্ড। ফলে ক্রেতারা এখন থেকে নিটল মটরসের পেমেন্ট করতে পারবেন খুব সহজে। বিশেষ করে এই কার্ডের মাধ্যমে সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস আউটলেটগুলোতে দ্রুত ও ঝামেলামুক্তভাবে বিল পরিশোধ করতে পারবেন।
বিস্তারিত পড়ুনঃ অটোমোবাইল গ্রাহকদের জন্য নিটল মটরসের ভিসা কার্ড