ওয়েলকাম ব্যাক

প্রিয় গিক কমিউনিটি,
প্রিয়’র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছো।

ছোট একটা বিরতির পর আমরা পুনরায় এই সাইটের কাজে হাত দিয়েছি। তাই একটি ছোট ভূমিকার প্রয়োজন দেখা দিয়েছে।

প্রিয়টেক সম্ভবত বাংলাদেশে সবচেয়ে পুরাতন ওয়েবসাইট যেখানে প্রযুক্তি নিয়ে লেখালেখি হতো। প্রযুক্তি সংবাদ, টিউটোরিয়াল, ব্লগ, এনালাইসিস ইত্যাদি বিষয়গুলো আমরা দীর্ঘ সময় ধরে প্রকাশ করে আসছিলাম; যা অসংখ্য পাঠকের কাছে পছন্দের কনটেন্ট ছিল। আমরাও সেই কনটেন্টগুলো যথাসম্ভব মনোযোগ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। পাশাপাশি অসংখ্য মানুষ সেখানে কন্ট্রিবিউট করেছেন।

কিন্তু আমরা সেই কনটেন্টগুলোকে কোনোভাবেই মনিটাইজ করতে পারিনি। বেশিরভাগ সময় আমাদেরকে স্থানীয় বিজ্ঞাপনের ওপর নির্ভর করতে হয়েছে, যার পরিমাণ খুবই সামান্য। এই সমস্যায় শুধু আমরা নই, বিশ্বের অনেক পোর্টালই এর ভেতর দিয়ে যাচ্ছে। সেই কারণে কনটেন্ট এবং পোর্টালগুলোকে প্রতিনিয়ত নতুন করে ভাবতে হচ্ছে।

আমরা মনিটাইজ করার একটি উপায় বের করেছি। আমরা কনটেন্টের সাথে পণ্য যোগ করেছি। এখন এই সাইট থেকে মানুষ প্রযুক্তি পণ্য কিনতে পারবেন। তাতে আমাদের এই সাইট পরিচালনা করতে সহায়তা করবে। দেখা যাক, সেটা কাজ করে কিনা।

তবে প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইট ছোট টিমের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এখানে যত বেশি মানুষ কন্ট্রিবিউট করবে, তত বেশি রিচ কনটেন্ট তৈরি হবে। সেই ধারাকে অব্যাহত রাখতে আমরা কন্ট্রিবিউটরদের জন্য আলাদা ক্যাটাগরি করে বিশেষ ডিসকাউন্টের পরিকল্পনা করেছি। যেহেতু বিভিন্ন পণ্যের দাম এবং ছাড় বা ডিসকাউন্ট ভিন্ন, সেক্ষেত্রে তারা ১-৫% হারে যেকোনো পণ্যে ডিসকাউন্ট পাবেন। তাতে তাদের নিজেদের কিংবা পরিবারের কোনো পণ্যের প্রয়োজন হলে, সারা বছরই এই ডিসকাউন্ট পেতে পারেন।

আমাদের এই সাইটে বিভিন্ন লেখা এবং কনটেন্ট দিয়ে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। আপনার লেখা মানসম্মত হলে এবং তা প্রকাশিত হলেই আপনি হয়ে যাবেন আমাদের একজন গর্বিত কন্ট্রিবিউটর। প্রাথমিকভাবে ম্যানুয়ালি আপনার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে। পরবর্তীতে আমরা এটাকেও অটোমেটিক করে ফেলতে পারব বলে আশা করছি।

আপনারা জানেন, বাংলা ভাষায় এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে অনেক কনটেন্ট রয়েছে। আবার অনেকেই ইউটিউবেও কনটেন্ট তৈরি করছেন। সেগুলোকে যদি আমরা একটি জায়গায় আনতে পারি, তাহলে অনেক বেশি মানুষের কাজে লাগতে পারে এবং আমরা এই চেষ্টাটা আবারও করতে চাই।

সেই পথচলায় চাই আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া একটি কমিউনিটি পোর্টাল পরিচালনা করা প্রায় অসম্ভব হবে। আপনাদের পরামর্শ এবং সহযোগিতার ওপর ভরসা করে আমরা পুনরায় পথচলা শুরু করলাম। আশা করছি, এই সাইটটি সকল প্রযুক্তিপ্রেমী মানুষের কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *